পরিচ্ছেদ ১৯:
শেষ বৈঠক নিতম্ব জমিনে লাগিয়ে বসাঃ
১০০ সুসাব্যস্ত হাদিস : ১৯
১০০ সুসাব্যস্ত হাদিসহাদিস নম্বর ১৯
আবূ হুমায়েদ আসসায়েদী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, “রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন শেষ রাকাআ’তে বসতেন, তখন বাম পা এগিয়ে দিয়ে ডান পা খাড়া করে দিয়ে নিতম্বের উপর বসতেন।” (বুখারী ৮২৮)