পরিচ্ছেদ ১০০:
অব্যাহতভাবে কোন নেক আমল করতে থাকা, যদিও তা স্বল্প হয়
১০০ সুসাব্যস্ত হাদিস : ১০০
১০০ সুসাব্যস্ত হাদিসহাদিস নম্বর ১০০
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করা হলো যে, আমলের, মধ্যে কোন আমলটি আল্লাহ্র নিকট অতীব প্রিয়? তিনি বললেন, “এমন আমল যা অব্যাহত করা হয়, যদিও তা স্বল্প হয়।” (বুখারী ৬৪৬৫, মুসলিম ৭৮৩)