পরিচ্ছেদ ১০:
ওযুর পর দু’রাকআত নামায পড়া
১০০ সুসাব্যস্ত হাদিস : ১০
১০০ সুসাব্যস্ত হাদিসহাদিস নম্বর ১০
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
নবী করীম (সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি আমার ন্যায় এরূপ অযু করে একাগ্র চিত্তে দু’রাকআত নামায পড়বে, তার পূর্বের সকল গোনাহ মাফ করে দেওয়া হবে।’’ (বুখারী ১৫৯, মুসলিম ৫৩৯)