৫২৯.
অনুচ্ছেদঃ চিঠির সূচনায় যা লিখবে।
আদাবুল মুফরাদ : ১১৩৬
আদাবুল মুফরাদহাদিস নম্বর ১১৩৬
وَعَنِ ابْنِ عَوْنٍ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ قَالَ: كَتَبَ رَجُلٌ بَيْنَ يَدَيِ ابْنِ عُمَرَ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، لِفُلَانٍ، فَنَهَاهُ ابْنُ عُمَرَ وَقَالَ: قُلْ: بِسْمِ اللَّهِ، هُوَ لَهُ
আনাস ইবনে সীরীন (র) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি ইবনে উমার (রাঃ)-র সামনে চিঠি লিখলো,বিসমিল্লাহির রাহমানির রাহীম, অমুককে। ইবনে উমার (রাঃ) তাকে এভাবে লিখতে নিষেধ করেন এবং বলেন, বলো, বিসমিল্লাহির রহমানির রাহীম, এটি তাকে লিখিত।