অনুচ্ছেদ-২৪
কোন খাদ্যের প্রতি ঘৃণা পোষণ অপছন্দনীয়
সুনানে আবু দাউদ : ৩৭৮৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৭৮৪
ক্বাবীসাহ ইবনু হুলব (রহঃ) হতে তার পিতার সূত্র হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি এক ব্যক্তিকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে প্রশ্ন করতে শুনেছি, সে বললো, এমন খাবার আছে কি যা আমি অপছন্দ করবো? তিনি বললেনঃ তোমার মনে যেন কোন হালাল বস্তু সংশয় সৃষ্টি না করে। তাহলে তুমি নাসারাদের সদৃশ হবে। কেননা তারা প্রত্যেক জিনিসে সংশয় বোধ করতো। [৩৭৮৪]
[৩৭৮৪] তিরমিযী, ইবনু মাজাহ, আহমাদ। ইমাম তিরমিযী বলেন: এই হাদীসটি হাসান।