পরিচ্ছেদ ৯:
ওযু-গোসলে পানি পরিমিত খরচ করা
১০০ সুসাব্যস্ত হাদিস : ০৯
১০০ সুসাব্যস্ত হাদিসহাদিস নম্বর ০৯
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একসা’ হতে পাঁচ মুদ (কম-বেশী ২৫০০ থেকে ৩১২৫ গ্রাম) পর্যন্ত পানি দিয়ে গোসল এবং এক মুদ (কম-বেশী ৬২৫গ্রাম) পানি দিয়ে ওযু করতেন।” (বুখারী ২০১, মুসলিম ৩২৫)