পরিচ্ছেদ ২৫:
জুতো পরে নামায পড়া
১০০ সুসাব্যস্ত হাদিস : ২৫
১০০ সুসাব্যস্ত হাদিসহাদিস নম্বর ২৫
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
আনাস (রাঃ)-কে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি জুতো পরে নামায পড়েছেন? তিনিবললেন, হ্যাঁ। (বুখারী ৩৮৬)
** তবে জুতোদ্বয়ের পবিত্র থাকার ব্যাপারে নিশ্চিত হতে হবে।