পরিচ্ছেদ ২০:
সালামের পূর্বে বেশী বেশী দু’আ করা
১০০ সুসাব্যস্ত হাদিস : ২০
১০০ সুসাব্যস্ত হাদিসহাদিস নম্বর ২০
আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা যখন নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে নামায পড়তাম---শেষে বললেন, অতঃপর (তাশাহহুদ ও দরূদের পর) প্রত্যেকে নিজের পছন্দমত দুআ বেছে নিয়ে দুআ করবে।” (বুখারী ৮৩৫)