পরিচ্ছেদ ১৮:
দুই সাজদার মাঝখানে ইক্ক’আর নিয়মে বসা
১০০ সুসাব্যস্ত হাদিস : ১৮
১০০ সুসাব্যস্ত হাদিসহাদিস নম্বর ১৮
আবূ যুবায়ের হতে বর্ণিতঃ
তিনি ত্বাউসকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, আমরা ইবনে আব্বাস (রাঃ) কে দু’পায়ের উপর ইক্কআ’র নিয়মে বসা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, এটা সুন্নত। আমরা তাঁকে বললাম, এতে তো পায়ের প্রতি যুলুম করা হয়। তখন ইবনে আব্বাস (রাঃ) বললেন, বরং এটা তোমার নবীর সুন্নত। (মুসলিম ৫৩৬)
*ইক্কআ হল, দু’পাকে খাড়া রেখে গোড়ালির উপর বসা। আর এটা হয় দুই সাজদার মধ্যের বৈঠকে।