পরিচ্ছেদঃ
জ্ঞানার্জনের উদ্দেশ্যে ভ্ৰমণ করার প্রতি উদ্ধৃদ্ধ করণঃ
সহিহ তারগিব ওয়াত তাহরিব : ৮৬
সহিহ তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ৮৬
(حسن صحيح) وَعَنْ أَبِيْ أُماَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:"مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ لا يُرِيدُ إِلا أَنْ يَتَعَلَّمَ خَيْرًا أَوْ يَعْلَمَهُ، كَانَ لَهُ كَأَجْرِ حَاجٍّ تَامًّا حِجَّتُهُ".رواه الطبراني في الكبير
আবু উমামা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ “যে ব্যক্তি শুধুমাত্র কল্যাণ শিক্ষা লাভ বা শিক্ষা প্রদানের উদ্দেশ্যে সমজিদে গমণ করবে, তাকে পরিপূর্ণরূপে হজ্জ পালনকারীর ন্যায় প্রতিদান দেয়া হবে।”(ত্বাবরানী কাবীর গ্রন্থে হাদীছটি বর্ণনা করেছেন)