পরিচ্ছেদঃ
চলাচলের রাস্তা, ছায়া বা পানির ঘাটে শৌচকাৰ্য করার প্রতি ভীতি প্ৰদৰ্শন। আর কিবলাকে সামনে বা পিছনে না করার প্রতি উদ্বুদ্ধ করনঃ
সহিহ তারগিব ওয়াত তাহরিব : ১৫০
সহিহ তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ১৫০
মাকহূল হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ “রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মসজিদের দরজার (আশে-পাশে) প্রস্রাব করতে নিষেধ করেছেন।” (আবু দাউদ [মারাসীল গ্রন্থে] বৰ্ণনা করেছেন)