পরিচ্ছেদঃ
উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ
সিলসিলা সহিহা : ১৪
সিলসিলা সহিহাহাদিস নম্বর ১৪
হাসান হতে বর্ণিতঃ
হাসান থেকে মুরসাল সানাদে বর্ণিত; তোমরা জিহ্বা সংযত কর। হে মুয়াজ! তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। জিহ্বাই মানুষকে অধোমুখী করে। (অর্থাৎ জিহ্বা তথা বাকচারিতার দরুণই মানুষ অধিকাংশ সময় বিপদে পড়ে)। (আস্-সহীহাহ- ১১২২)হাদীসটি সহীহ্।
আল্লামা সুয়ূতী তাঁর জামেউস সগীর-এ (হা. ২০৫) আল-খারায়িতী’র ‘মাকারিমুল আখলাক্ব’- এর সূত্রে হাসান বসরী থেকে মুরসাল হিসেবে বর্ণনা করেছেন। বিভিন্ন হাদীসের সম্মিলিত বর্ণনা ও সাক্ষ্যের ভিত্তিতে হাদীসটিকে আলবানী (রহঃ) সহীহ্ বলেছেন।