পরিচ্ছেদঃ
উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ
সিলসিলা সহিহা : ১৩
সিলসিলা সহিহাহাদিস নম্বর ১৩
উসামা ইবনু শারীক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমরা নাবী কারীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট এমনভাবে বসে ছিলাম মনে হয় আমাদের মাথার উপর পাখি বসে আছে। আমাদের কেউই কোন কথা বলছিল না। হঠাৎ কিছু মানুষ এলো এবং বলল, আল্লাহর নিকট কোন্ বান্দা সবচেয়ে প্রিয়? রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ যে সবচেয়ে বেশি চরিত্রবান (সে-ই আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় বান্দা)। (আস্-সহীহাহ- ৪৩২)হাদীসটি সহীহ্।
হাদীসটি উসামা ইবনু শারীক- এর সূত্রে রিওয়ায়াত করেছেন। হাদীসটি ইমাম সুয়ূতী তাঁর ‘আল-জামেউস সগীর’ -এর হা. ১৭৯ এ ইমাম তাবারানীর সূত্রে রিওয়ায়াত করেছেন। ইমাম আলমুনাইয়্যু তাঁর ‘ফাইজুল ক্বাদীর’-এ রিওয়ায়াত করেছেন। আল্লামা সুয়ূতী তাঁর ‘আল-জামেউস সগীর’ -এ (হাদীস নং ১৭৯) তাবারানীর সূত্রে বর্ণনা করেছেন।