পরিচ্ছেদঃ
উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ
সিলসিলা সহিহা : ১২
সিলসিলা সহিহাহাদিস নম্বর ১২
আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)- কে প্রশ্ন করা হলো, কোন ব্যক্তি সবচেয়ে উত্তম? তিনি বললেনঃ সর্বোত্তম চরিত্রের অধিকারী (-ই সর্বোত্তম ব্যক্তি)। (আস্-সহীহাহ-১৮৩৭)হাদীসটি যঈফ।
তাবারানী হাদীস নং ১৩৩২৬। আলবানী (রহঃ) বলেনঃ হাদীসটি যঈফ। কেননা, ফারওয়াতা বিন ক্বায়িস ও নাফি’ বিন আব্দুল্লাহ মাজহুল (অজ্ঞাত)। কিন্তু হাদীসটির সাক্ষ্য রয়েছে ইবনু ‘আমর এর মারফূ হাদীসে ইমাম বুখারী ‘আল-আদাবুল মুফরাদে’ হা. ২৭১ [ইফা. ঢাকা হা. ২৭২; সহীহ্ আল-আদাবুল মুফরাদ হা. ২০৫] এবং ইমাম মুসলিম তাঁর সহীহাতে হা. ৬১৭৭ উল্লেখ করেছেন। (আস্-সহীহাহ- ১/২৮৬)