১৯. অধ্যায়ঃ
মৃত্যুক্ষণে আল্লাহর প্রতি উত্তম ধারণা গ্রহণ করার হুকুম প্রসঙ্গে
সহিহ মুসলিম : ৭১২৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭১২৫
আ‘মাশ (রহঃ) হতে এ সূত্র হতে বর্ণিতঃ
অবিকল হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তিনি (আরবি) “আমি শুনেছি” না বলে (আরবি) “নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে” এ শব্দে হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৯৬৯, ই.সে. ৭০২৭)