১৮. অধ্যায়ঃ
‘আমাল বৃদ্ধি করা ও ‘ইবাদাতে চেষ্টারত থাকা
সহিহ মুসলিম : ৭০১৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭০১৬
মুগীরাহ্ ইবনু শু‘বাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এমনভাবে সলাত আদায় করেছেন যে, তাঁর দু’পা ফুলে যেত। এ দেখে তাঁকে বলা হলো, আপনি এত কষ্ট করছেন কেন? আপনার তো পূর্বাপর যাবতীয় ত্রুটি-বিচ্যুতি মাফ করে দেয়া হয়েছে। এ কথার প্রত্যুত্তরে তিনি বললেন, আমি কি শুকরগুজার বান্দা হিসেবে পরিণত হব না? (ই.ফা. ৬৮৬৩, ই.সে. ৬৯২০)