১৭. অধ্যায়ঃ
কোন লোকই তার ‘আমালের দ্বারা জান্নাতে যেতে পারবে না, বরং আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাতে যাবে
সহিহ মুসলিম : ৭০০৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭০০৫
বুকায়র ইবনু আশাজ্জ (রহঃ) থেকে এ সূত্র হতে বর্ণিতঃ
অবিকল হাদীস বর্ননা করেছেন। তবে এতে (আরবী) (তার করুণা)-এর সঙ্গে (আরবী) (অনুগ্রহ) শব্দটিও উল্লেখ রয়েছে। কিন্তু তাতে (আরবী) (সঠিক পন্থা অবলম্বন কর) শব্দটি বিদ্যমান নেই। (ই.ফা. ৬৮৫১, ই.সে. ৬৯০৮)