৮. অধ্যায়ঃ
চন্দ্র খণ্ডিত হওয়ার বর্ণনা
সহিহ মুসলিম : ৬৯৬৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৯৬৯
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, মাক্কাহ্বাসী লোকেরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে তাদের একটি নিদর্শন (মু‘জিযা) দেখানোর অনুরোধ করল। তিনি তাদের দু’বার চন্দ্র দু’টুকরো হওয়ার নিদর্শন দেখালেন। (ই.ফা. ৬৮১৮, ই.সে. ৬৮৭৩)