৩৭. অধ্যায়ঃ
সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ
সহিহ মুসলিম : ৫৭১৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৭১৭
وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، أَخْبَرَنَا هِشَامٌ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ الأَبْتَرُ وَذُو الطُّفْيَتَيْنِ .
হিশাম (রহঃ) হতে বর্ণিতঃ
ইসহাক্ ইবনু ইব্রাহীম (রহঃ) হিশাম (রহঃ) ... উপরোল্লিখিত সূ্রেত হাদীস বর্ণনা করেন এবং বলেন, ‘লেজ বিহীন পিঠে দু’টি শুভ্র রেখাযুক্ত সর্প’। (ই.ফা. ৫৬৩০, ই.সে. ৫৬৫৯)