১. অধ্যায়ঃ
চুরির শাস্তি ও তার পরিমাণ
সহিহ মুসলিম : ৪৩০১
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৩০১
আ’মাশ (রহঃ) হতে বর্ণিতঃ
এ সূত্রে উল্লেখিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তিনি (আরবী) (যদিও সে দড়ি চুরি করে এবং ডিম চুরি করে) কথাটি অতিরিক্ত বর্ণনা করেছেন। (ই.ফা. ৪২৬২, ই.সে. ৪২৬২)