১৩. অধ্যায়ঃ
জুমু‘আর সলাত এবং খুত্বাহ্ হালকা করা প্রসঙ্গে
সহিহ মুসলিম : ১৯০২
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৯০২
وَحَدَّثَنَاهُ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ رَأَيْتُ بِشْرَ بْنَ مَرْوَانَ يَوْمَ جُمُعَةٍ يَرْفَعُ يَدَيْهِ . فَقَالَ عُمَارَةُ بْنُ رُؤَيْبَةَ . فَذَكَرَ نَحْوَهُ .
হুসায়ন ইবনু ‘আবদুর রহমান (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি জুমু‘আর দিন বিশ্র ইবনু মারওয়ানকে তার দু’ হাত উপরে তুলতে দেখলাম। ‘উমরাহ্ ইবনু রুবাইবাহ্ বলেন ..... পূর্বোক্ত হাদীসের অনুরূপ। (ই.ফা. ১৮৮৭, ই.সে. ১৮৯৪)