৮.অধ্যায়ঃ
(মুক্তাদীর) ইমামের ডানপাশে থাকা মুস্তাহাব হওয়া
সহিহ মুসলিম : ১৫২৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৫২৮
وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، بِهَذَا الإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ .
মিস‘আর (রহঃ) হতে বর্ণিতঃ
একই সানাদে হাদীসটি বর্ণনা করেছেন- তবে এ সানাদে বর্ণিত হাদীসটিতে তিনি “আমাদের দিকে ঘুরে বসেন” কথাটি উল্লেখ করেননি। (ই.ফা. ১৫১৩,ই.সে. ১৫২২)