পরিচ্ছেদঃ
ওযূর সুন্নাতসমূহ
মিশকাতে জয়িফ হাদিস : ৯৮
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৯৮
ছাবেত ইবনু আবী সাফিয়া (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আবু জাফর মুহাম্মাদ আল-বাকেরকে জিজ্ঞেস করলাম, আপনাকে কি জাবের (রাঃ) বলেছেন যে, নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ওযূ করেছেন কখনো একবার কখনো দুই দুইবার; আবার কখনো তিন তিনবার করে। তিনি বললেন, হ্যাঁ।তাহক্বীক্ব : যঈফ।
তিরমিযী হা/৪৫; ইবনু মাজাহ হা/৪১০; মিশকাত হা/৩৮৮।