পরিচ্ছেদঃ
ওযূর সুন্নাতসমূহ
মিশকাতে জয়িফ হাদিস : ৯৯
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৯৯
আব্দুল্লাহ ইবনু যায়েদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) একদা দুই দুইবার করে ওযূ করলেন এবং বললেন, এটা এক নূরের উপর আরেক নূর।তাহক্বীক্ব : হাদীছটি জাল, ভিত্তিহীন।
রাযীন, মিশকাত হা/৪২৩; বঙ্গানুবাদ মিশকাত হা/৩৮৯, ২/৮৭ পৃঃ।