পরিচ্ছেদঃ
ওযূর সুন্নাতসমূহ
মিশকাতে জয়িফ হাদিস : ৯৭
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৯৭
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর একটি পৃথক কাপড় খণ্ড ছিল, যার দ্বারা তিনি ওযূর পরে তাঁর ওযূর অঙ্গসমূহ মুছে নিতেন।তাহক্বীক্ব : যঈফ।
যঈফ আবু দাউদ হা/২৫৩২