পরিচ্ছেদঃ
যে যে কারনে ওযু ওয়াজিব হয়
মিশকাতে জয়িফ হাদিস : ৭৮
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৭৮
আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, নিশ্চয় ওযূ সেই ব্যক্তির উপর ওয়াজিব, যে কাত হয়ে ঘুমিয়েছে। কেননা যখন কেউ কাত হয়ে ঘুমায়, তখন তার শরীরের বন্ধনসমূহ খুলে যায়।তাহক্বীক্ব : যঈফ।
তিরমিযী হা/৭৭; যঈফুল জামে' হা/২০৫১।