পরিচ্ছেদঃ
যে যে কারনে ওযু ওয়াজিব হয়
মিশকাতে জয়িফ হাদিস : ৭৭
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৭৭
মু’আবিয়া ইবনু আবি সুফিয়ান (রাঃ) হতে বর্ণিতঃ
নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, চক্ষুদয় হল গুহ্যদ্বারের ঢাকনা। সুতরাং চোখ যখন ঘুমায়, তখন ঢাকনা খুলে যায়। তাহক্বীক্ব : যঈফ। উক্ত হাদীছের পরের হাদীছটি ছহীহ (মিশকাত হা/৩১৬)।
তাহক্বীক্ব দারেমী হা/৭২২।