পরিচ্ছেদঃ
ওযূর মাহাত্ম্য
মিশকাতে জয়িফ হাদিস : ৭৬
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৭৬
বানী সুলাইম গোত্রের এক ব্যক্তি হতে বর্ণিতঃ
একবার রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এই পাঁচটি কথা আমার হাতে অথবা তাঁর নিজের হাতে গুনে গুনে বললেন, ‘সুবহানাল্লাহ’ বলা হল পাল্লার অর্ধেক আর ‘আলহামদুলিল্লাহ’ উহাকে পূর্ণ করে এবং ‘আল্লাহু আকবর’ আসমান ও যমীনের মাঝে যা আছে তাকে পূর্ণ করে। ছিয়াম হল ধৈর্যের অর্ধেক এবং পবিত্রতা হল ঈমানের অর্ধেক। তাহক্বীক্ব : যঈফ।
যঈফ তিরমিযী হা/৩৫১৯।