পরিচ্ছেদঃ
ওযূর মাহাত্ম্য
মিশকাতে জয়িফ হাদিস : ৭৩
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৭৩
আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি ওযূ থাকা অবস্থায় ওযূ করবে, তার জন্য আল্লাহ্ দশটি নেকী রয়েছে লেখবেন। তাহক্বীক্ব : যঈফ।
যঈফ তিরমিযী হা/৫৯ ও ৬১;যঈফ আবুদাঊদ হা/৬২।