পরিচ্ছেদঃ
ইলম
মিশকাতে জয়িফ হাদিস : ৭২
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৭২
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ইলম দ্বারা কারো উপকার সাধিত হয় না, সেটা এমন এক ধন-ভান্ডারের ন্যায়, যা হতে আল্লাহ্র রাস্তায় খরচ করা হয় না। তাহক্বীক্ব : যঈফ।
দারেমী হা/৫৫৬;মিশকাত হা /২৮০।