পরিচ্ছেদঃ
ইলম
মিশকাতে জয়িফ হাদিস : ৭১
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৭১
আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাকে বললেন ,তোমরা ইলম শিক্ষা কর এবং লোকদের তা শিক্ষা দাও। তোমরা ফারায়েয শিক্ষা কর এবং লোকদের উহা শিক্ষা দাও। তোমরা কুরআন শিক্ষা কর এবং লোকদের উহা শিক্ষা দাও। কারন আমাকে উঠিয়ে নেওয়া হবে এবং ইলমকে সত্বর উঠিয়ে নেওয়া হবে। আর ফেৎনা ও গোলযোগ সৃষ্টি হবে। এমনকি ফরজ নিয়ে দুই ব্যক্তি মতভেদ করবে, অথচ এমন কাউকেও পাবে না, যে তাদের মধ্যে মীমাংসা করে দিবে।তাহক্বীক্ব : যঈফ।
ইরওয়াঊ গালীল হা /১৬৬৪ ,১/৩২৯ ;মিশকাত হা/২৭৯।