পরিচ্ছেদঃ
ইলম
মিশকাতে জয়িফ হাদিস : ৬৮
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৬৮
হাসান বছরী (রহঃ) হতে বর্ণিতঃ
ইলম দুই প্রকার। এক প্রকার যা আত্মায় থাকে, আর এটা হল উপকারী ইলম। আর এক প্রকার যা মুখে থাকে, তা হল মানুষের বিরুদ্ধে আল্লাহ্র পক্ষে দলীল। তাহক্বীক্ব : যঈফ।
সিলসিলা যঈফাহ হা / ৩৯৪৫ ; যঈফ আত- তারগীব ওয়াত তারহীব হা /৬৮।