পরিচ্ছেদঃ
ইলম
মিশকাতে জয়িফ হাদিস : ৫৫
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৫৫
হাসান বছরী (রহঃ) হতে বর্ণিতঃ
হাসান বছরী (রহঃ) হতে মুরসাল সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যার মৃত্যু এসে গেছে এমন অবস্থায়, যখন সে ইসলাম কে জীবিত করার উদ্দেশ্যে ইলম অন্বেষণে ব্যস্ত আছে, জান্নাতে তার আর নবীদের মধ্যে মাত্র এক ধাপের পার্থক্য থাকবে। তাহক্বীক্ব : যঈফ।
দারেমী হা/৩৫৪ ; দুরসূল আলবানী পৃষ্ঠা ৯