পরিচ্ছেদঃ
কিতাব সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা
মিশকাতে জয়িফ হাদিস : ৩৩
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৩৩
মু’আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, শয়তান মানুষের নেকড়ে বাঘ- ছাগলের নেকড়ের ন্যায়। সে ছাগলের মধ্যে যেটি দলছুট অথবা যেটি অলসতাবশত কিনারায় চলে যায়, সেটাকেই নিয়ে যায়। সুতরাং সাবধান! তোমরা কখনও গিরি পথে যাবে না; জামা’আতের সাথে থাকবে।তাহক্বীক্ব : যঈফ।
যঈফুল জামে’ হা/১৪৭৭; তাহক্বীক্ব মিশকাত হা/১৮৪-এর টীকা দ্রঃ।