পরিচ্ছেদঃ
কিতাব সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা
মিশকাতে জয়িফ হাদিস : ৩৪
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৩৪
গুযাইফ ইবনুল হারেছ ছুমালী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যখনই কোন সম্প্রদায় একটি বিদ’আত সৃষ্টি করেছে, তখনই একটি সুন্নাত উঠিয়ে নেওয়া হয়েছে। সুতরাং একটি সুন্নাতকে আঁকড়ে ধরা একটি বিদ’আত তৈরি করা হতে উত্তম। তাহক্বীক্ব : যঈফ। এর সনদে বাক্বিয়াহ ইবনুল ওয়ালীদ ও আবুবাকর ইবনু আব্দুল্লাহ নামের দুইজন যঈফ রাবী আছে।
সিলসিলা যঈফাহ হা/৬৭০৭; যঈফুল জামে’ হা/৪৯৮৩; যঈফ আত-তারগীব ওয়াত তারহীব হা/৩৭; তাহক্বীক্ব মিশকাত হা/১৮৭-এর টীকা দ্রঃ।