পরিচ্ছেদঃ
তাক্বদীরে বিশ্বাস
মিশকাতে জয়িফ হাদিস : ১১
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ১১
আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আমার উম্মতের মধ্যে দুই রকমের লোক রয়েছে, তাদের জন্য ইসলামে কোন অংশ নেই; তারা হল মুর্জিয়া ও ক্বাদারিয়া। তাহক্বীক : যঈফ।
তিরমিযী হা/২১৪৯; ইবনু মাজাহ হা/৭৩; মিশকাত হা/১০৫; বঙ্গানুবাদ মিশকাত হা/৯৮, উক্ত মর্মে সহীহ হাদীস বর্ণিত হয়েছে।