পরিচ্ছেদঃ
তাক্বদীরে বিশ্বাস
মিশকাতে জয়িফ হাদিস : ১২
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ১২
ওমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তোমরা ক্বাদারিয়াদের সাথে উঠা-বসা করা না এবং তাদেরকে বিচারক নিযুক্ত কর না।তাহক্বীক্ব : যঈফ।
আবুদাঊদ হা/৪৭১০, ৪৭২০; মিশকাত হা/১০৮; বঙ্গানুবাদ মিশকাত হা/১০১, ১/৮১ পৃঃ।