পরিচ্ছেদঃ
গোসল
মিশকাতে জয়িফ হাদিস : ১০২
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ১০২
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, প্রত্যেক চুলের নিচে নাপাকী রয়েছে। সুতরাং চুলগুলোকে উত্তমরূপে ধৌত করবে এবং শরীর ভালভাবে পরিষ্কার করবে।তাহক্বীক্ব : যঈফ। এর সনদে হারিছ ইবনু ওয়াজীহ নামক এক রাবী আছে। ইমাম আবুদাউদ বলেন, তার হাদীছ মুনকার। সে দুর্বল রাবী।
তাহক্বীক্ব মিশকাত হা/৪৪৩, ১/১৩৮; যঈফ আবু দাউদ হা/২৪৮; যঈফ তিরমিযী হা/১০৬; ইবনু মাজাহ হা/৫৯৭; যঈফাহ হা/৩৮০১।