পরিচ্ছেদঃ
ওযূর সুন্নাতসমূহ
মিশকাতে জয়িফ হাদিস : ১০০
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ১০০
আবু হুরায়রা, ইবনু মাসঊদ ও ইবনু ওমর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি ওযূ করল এবং বিসমিল্লাহ্ পড়ল, সে তার সমস্ত শরীরকে পবিত্র করল। আর যে ব্যক্তি ওযূ করল অথচ বিসমিল্লাহ্ পড়ল না, সে কেবল তার ওযূর স্থানসমূহকেই পবিত্র করল।তাহক্বীক্ব : যঈফ।
বায়হাক্বী হা/২০১; দারাকুৎনী ১/৭৩; মিশকাত হা/৪২৮; বঙ্গানুবাদ মিশকাত হা/৩৯৪।