পরিচ্ছেদঃ
প্ৰসাব-পায়খানার আদব সংক্রাত্ত
হাদিস সম্ভার : ৫৪২
হাদিস সম্ভারহাদিস নম্বর ৫৪২
عَنْ أَبيْ هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ أَكْثَرُ عَذَابِ الْقَبْرِ فِي الْبَوْلِ
আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “অধিকাংশ কবরের আযাব প্রস্রাবের (ছিটা গায়ে লাগার) কারণে হবে।” (আহমদ ৮৩৩১, ইবনে মাজাহ ৩৪৮, হকেম ৬৫৩, সহীহ তারগীব ১৫৩ নং)