পরিচ্ছেদঃ
প্ৰসাব-পায়খানার আদব সংক্রাত্ত
হাদিস সম্ভার : ৫৪৩
হাদিস সম্ভারহাদিস নম্বর ৫৪৩
عَن جَابِرٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم نَهَى أَنْ يُبَالَ فِي المَاءِ الرَّاكِدِ رواه مسلم
জাবের (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বদ্ধ পানিতে প্রস্রাব করতে নিষেধ করেছেন। (মুসলিম ৬৮১নং)