পরিচ্ছেদঃ
১ থেকে ১০০ নং হাদিস
জাল জয়িফ হাদিস সিরিজ : ৯৫
জাল জয়িফ হাদিস সিরিজহাদিস নম্বর ৯৫
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
তওবাকারী আল্লাহ্র বন্ধু।এ শব্দে হাদীসটির কোন ভিত্তি নেই। গাযালী “আল-ইহ্ইয়া” গ্রন্থে (৪/৪৩৪) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কথা হিসাবে উল্লেখ করেছেন।অথচ শাইখ তাজুদ্দীন সুবকী “আত-তাবাকাত” গ্রন্থে (৪/১৪-১৭০) বলেনঃ (আরবি) এর কোন সনদ পাচ্ছি না।এটির ন্যায় নিম্নের হাদীসটিওঃ