পরিচ্ছেদঃ
১ থেকে ১০০ নং হাদিস
জাল জয়িফ হাদিস সিরিজ : ৭৬
জাল জয়িফ হাদিস সিরিজহাদিস নম্বর ৭৬
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
আলেমগন ব্যতীত সব মানুষ মৃত, ‘আমলকারীগণ ব্যতীত সব আলেম ধ্বংসপ্রাপ্ত, মুখলেসগণ ব্যতীত সব ‘আমলকারী ডুবে রয়েছে। আর মুখলেসগণ মহা বিপদে নিপতিত।হাদীসটি জাল।হাদীসটি সাগানী “আল-আহাদীসুল মাওযূ‘আহ” গ্রন্থে (পৃ: ৫) উল্লেখ করেছেন। তিনি বলেন : এটি একটি মিথ্যারোপ। আমি (আলবানী) বলছি : সূফীদের কথার সাথে এটির সাদৃশ্যতা রয়েছে।