পরিচ্ছেদঃ
১ থেকে ১০০ নং হাদিস
জাল জয়িফ হাদিস সিরিজ : ৭৫
জাল জয়িফ হাদিস সিরিজহাদিস নম্বর ৭৫
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
সলাত ছুটে যাবার পূর্বেই দ্রুত তোমরা তা আদায় কর এবং মৃত্যু গ্রাস করার পূর্বেই দ্রুত তাওবাহ্ কর।হাদীসটি জাল।তবে তার অর্থটি সঠিক। সাগানী “আল-আহাদীসুল মাওযু’আহ” গ্রন্থে (পৃ: ৪-৫) হাদীসটি উল্লেখ করেছেন।