পরিচ্ছেদঃ
১ থেকে ১০০ নং হাদিস
জাল জয়িফ হাদিস সিরিজ : ৭৪
জাল জয়িফ হাদিস সিরিজহাদিস নম্বর ৭৪
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
তোমরা মোটা-তাজা শক্তিশালী পশু দ্বারা কুরবানী কর; কারণ তা হবে পুল-সিরাতের উপর তোমাদের বাহন।এ ভাষায় হাদীসটির কোন ভিত্তি নেই।ইবনু সালাহ্ বলেনঃ (“আরবী”) এ হাদীসটি পরিচিতও না এবং সাব্যস্তও হয়নি।হাদীসটি ইসমাঈল আল-আজলূনী “আল-কাশফ” গ্রন্থে উল্লেখ করেছেন। তার পূর্বে ইবনুল মুলাক্কিন “আল-খুলাসা” গ্রন্থে (১৬৪/২) উল্লেখ করেছেন।আমি (আলবানী) বলছিঃ হাদীসটির সনদ খুবই দুর্বল। এটি সম্পর্কে ২৬৮৭ নং হাদীসে বিস্তারিত আলোচনা আসবে। ইনশাআল্লাহ্।