পরিচ্ছেদঃ
১ থেকে ১০০ নং হাদিস
জাল জয়িফ হাদিস সিরিজ : ৪৪
জাল জয়িফ হাদিস সিরিজহাদিস নম্বর ৪৪
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
যে ব্যাক্তি মল-মুত্রত্যাগ করল, অতঃপর ওযু করল না সে আমার সাথে কর্কশ আচরণ করল। যে ব্যক্তি ওযু করল, অতঃপর সলাত আদায় করলনা সে আমার সাথে কর্কশ আচরণ করল। যে ব্যক্তি সলাত আদায় করল, অতঃপর আমাকে ডাকলো না, সে আমার সাথে কর্কশ আচরণ করল। যে ব্যক্তি আমাকে ডাকলো আর তার ডাকে সাড়া দিলাম না তার সাথে আমি রূঢ় আচরণ করলাম। অথচ আমি রূঢ় আচরণকারী প্রতিপালক নই।হাদীসটি জাল। সাগানী (পৃঃ৬) ও অন্যরা এ কথাই বলেছেন।হাদীসটি বানোয়াট হওয়ার প্রমাণ এই যে, মল-মুত্র ত্যাগ করার পর ওযু করা এবং ওযুর পরে সলাত আদায় করা মুসতাহাব কাজের অন্তর্ভূক্ত। অথচ হাদীসটি ইঙ্গিত দিচ্ছে যে, এ দু’টো ওয়াজিবের অন্তর্ভূক্ত (আরবি) ‘আমার সাথে কর্কশ আচরণ করল’ একথার কারণে। অথচ এটি কোন অজানা কথা নয় যে, এসব কর্ম মুসতাহাবের অন্তর্ভূক্ত।নিম্নের হাদীসটি উপরের হাদীসের ন্যায়ঃ