পরিচ্ছেদঃ
১ থেকে ১০০ নং হাদিস
জাল জয়িফ হাদিস সিরিজ : ১০২
জাল জয়িফ হাদিস সিরিজহাদিস নম্বর ১০২
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
লোকেরা ঘুমিয়ে রয়েছে, যখন তারা মৃত্যুবরণ করবে; তখন তারা সতর্ক হবে (জাগ্রত হবে)।হাদীসটির কোন ভিত্তি নেই।গাযালী এটিকে মারফূ’ বলে উল্লেখ (৪/২০) করেছেন।হাফিয ইরাকী এবং তার অনুসরণ করে সুবকী বলেন (৪/১৭০-১৭১): কিন্তু মারফূ’ হিসাবে হাদীসটি পাচ্ছি না। এটিকে আলী ইবনু আবী তালিব (রাঃ)-এর কথা হিসাবে বলা হয়েছে।অনুরূপ কথা “আল-কাশফ” গ্রন্থেও (২/৩১২) এসেছে।