পরিচ্ছেদঃ
উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ
সিলসিলা সহিহা : ২৫
সিলসিলা সহিহাহাদিস নম্বর ২৫
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়সাল্লাম) মৃত্যু শয্যায় বলেন, তোমাদের আত্মীয়দের ব্যাপারে সতর্ক থেকো। তোমাদের আত্মীয়দের ব্যাপারে সতর্ক থেকো। (অর্থাৎ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো তা ছিন্ন করো না)। (আস-সহীহাহ-১৫৩৮,৭৩৬)হাদীসটি সহীহ ।
ইবনু হিব্বান হা ২০৩৭; হাফিয ইরাকী “আল-মাজলিস ৮৬ মিনাল আমালী”।