পরিচ্ছেদঃ
উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ
সিলসিলা সহিহা : ২২
সিলসিলা সহিহাহাদিস নম্বর ২২
আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আবু হুরাইরাহ (রাঃ) থেকে মারফূ সূত্রে বর্ণিত; যখন কোন ব্যক্তি ক্রুব্ধ হয় তখন যদি সে (আউযুবিল্লাহ) বলে তবে তার ক্ৰোধ প্রশমিত হয়ে যাবে। (আস-সহীহাহ-১৩৭৬)হাদীসটি সহীহ ।
আস-সাহমী তাঁর ‘তারীখে জুরজান’-এ পৃষ্ঠা ২৫২; আল-কামেল লি ইবনু ‘আদী- ১/২৯৭; বিভিন্ন হাদীসের সাক্ষ্য ও সম্মিলিত বর্ণনার ভিত্তিতে শাইখ আলবানী (রহঃ) হাদীসটিকে সহীহ বলেছেন।