৮৪. অধ্যায়ঃ
অহংকার হারাম
সহিহ হাদিসে কুদসি : ১৪০
সহিহ হাদিসে কুদসিহাদিস নম্বর ১৪০
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ -رضي الله عنهما- قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : « الْعِزُّ إِزَارُهُ وَالْكِبْرِيَاءُ رِدَاؤُهُ فَمَنْ يُنَازِعُنِي عَذَّبْتُهُ» . ( م, جه, د ) صحيح
আবু সায়িদ খুদরি ও আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তারা বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “ইজ্জত তার লুঙ্গি ও অহংকার তার চাদর, অতএব যে আমার সাথে টানাহেঁচড়া করবে আমি তাকে শাস্তি দিব”। [মুসলিম, ইব্ন মাজাহ ও আবু দাউদ]